আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিঁধ কেটে শিশু চুরি ! পুলিশী অনুসন্ধান সর্বত্র !!

ভোরের আলো ডেস্কঃ

সিঁধ কেটে শিশু চুরি করার ঘটনা খুব কমই ঘটে থাকে। তবে হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা অহরহ ঘটে থাকে। সিঁদ কাটতে সময় পাওয়া, শিশুটি চুরি হওয়ার সময় মা-সহ কারো ঘুম না ভাঙা, শিশুটি কান্না না করার বিষয়গুলো কীভাবে নিশ্চিত হলেন চোর সেটাই অবাক করার কথা। নিশ্চিন্তে নির্বিঘ্নে একটি শিশুকে নিয়ে পলানো সহজ ব্যাপার নয়। মা কখন জাগ্রত হলেন বা ঘরের অন্য সদস্যরা কখন জাগ্রত হলেন তার তথ্য পাওয়া যাচ্ছেনা। তবে চেতনা নাশক ঔষধের মাধ্যমে সবাইকে অচেতন করে শিশু চুরির ঘটনা আছে। এটা কী সবাইকে অচেতন করে ঘটিয়েছে না-কী সচেতন রেখেই ঘটাতে চোর সফল হয়েছে কে জানে? এর পেছনের রহস্য কারো জানা নেই। অপহরণ করে পরবরতীতে তারা টাকা চাইতে পারে অথবা শিশুকে হত্যা করে কেউ তাদের মনের ঝাল মেটাতে পারে। উদ্দেশ্য তো একটা আছে। কারো বংশ নিপাত করতেও এমন কু-পরিকল্পনা থাকতে পারে। এমন শিশু চুরির ঘটনা ঘটেছে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের এক বাড়িতে। শিশু চুরির ঘটনায় কিছু জানতে ও এই ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী আরিফ জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। তাড়াইল থানার একাধিক দল শিশু জুনায়েদকে উদ্ধার করার জন্য কাজ করছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, শিশু জুনায়েদ মায়ের সাথে রাতে বসতঘরে ঘুমিয়ে ছিল। সোমবার (১০জুন) ভোর আনুমানিক ৫টার দিকে ঘরের পিছন দিক থেকে সিঁদ কেটে শিশু জুনায়েদকে কে বা কাহারা নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে।

শিশু জুনায়েদের মা সানজিদা জানান, রাতে খাবারের পর একমাত্র ছেলে জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে জুনায়েদের কান্নায় ঘুম ভেঙে গেলে নিজ বাচ্চাকে খাবার খাইয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের আযানের সময় সানজিদার ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে থাকা শিশু জুনায়েদ নেই। তিনি ওঠে দেখেন দরজা খোলা এবং ঘরের পিছন দিকে সিঁদ কাটা। শিশু জুনায়েদের বাবা সাজ্জাদ হোসেনের বাড়ি চট্টগ্রামে। ওখানেই তিনি গার্মেন্টস এ চাকরি করেন। ঘটনার সময় তিনি চট্টগ্রামেই ছিলেন। সানজিদা খাতুন সন্তান প্রসবকালে বাবার বাড়িতে আসেন। শিশুপুত্র জুনায়েদকে নিয়ে বাবার বাড়িতে চুরি হওয়ার আড়াই মাস বয়সী শিশু জুনায়েদের বাবার বাড়ি চট্টগ্রামে। শিশু জুনায়েদকে নিয়ে চুরি হওয়ার আড়াই মাস বয়সী শিশু জুনায়েদের বাবার বাড়ি চট্টগ্রামে।  অপহৃত শিশু জুনায়েদকে নিয়ে কিশোরগঞ্জ টু চট্টগ্রাম এলাকায় তোলপাড় শুরু হয়েছে। তাকে উদ্ধারে সর্বত্র অভিযান চলছে।

 

কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আঁধারে ঘরে সিঁদ কেটে আড়াই মাস বয়সী একটি শিশু চুরির অভিযোগ ওঠেছে। সোমবার (১০ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category