আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদেরকে পুষ্পবরণের মধ্যি দিয়ে ভোরের আলো সাহিত্য আসরের ২১ বর্ষ পূর্তি উৎসব উদযাপন

ভোরের আলো বিডি ডেস্কঃ

কিশোরগঞ্জকে বলা হয় সাহিত্য-সংস্কৃতির রাজধানী। প্রখ্যাত লোকসাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকীর পরম উচ্চারণ, কিশোরগঞ্জ হলো ইতিহাস-ঐতিহ্যের খনি। এমন সুন্দর মন্তব্য আসার পেছনে অতীত সাহিত্য কার্যক্রম যেমন চন্দ্রাবতীর রামায়ণ রচনা, কেনারাম দস্যুর পালাগান, মহুয়া মলুয়ার সাহিত্য দর্শন এসব পরম মন্তব্যের খোরাক জমিয়েছে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে নানা সাহিত্য ও সংস্কৃতিক কার্যক্রম এখনও অব্যাহত আছে। সম্প্রতি প্রায় দু’যুগের  নিরন্তর চেষ্টায়  ভোরের আলো সাহিত্য আসরের কার্যক্রম সকলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। আর এ কারণেই লোকজ সাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী  করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির এক সম্মেলনে এমন মন্তব্য করতে পেরেছিলেন। বাস্তবে কিশোরগঞ্জে সাহিত্য -সংস্কৃতির খনি বিদ্যমান। কিশোরগঞ্জে এ প্রয়াস যারা অব্যাহত রেখেছে তার মধ্যে ভোরের আলোর সাহিত্যকর্মীরা অন্যতম। কালের দ্যুতনা ও ইতিহাসের নির্মমতায় কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত  সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত সাপ্তাহিক (১১৮৬ তম) সভার মধ্য দিয়ে ২১ বর্ষপূর্তি উৎসব পালন করেছে।

২১ বর্ষপূর্তি উৎসব পালন উপলক্ষে শনিবার (২২ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এডিসি ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মেজর (অব:) মো: নাসিমুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোজাম্মেল হক মাখন, বিআরডিবির উপণ্ডপরিচালক হাফিজুর রহমান ভূঞা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন খান, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেনিন, জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, ৭১ টিভির জেলা প্রতিনিধি আবু তাহের, সাবেক ব্যাংকার কবি মোতাহার হোসেন।

ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা এড. নিজাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার দিকনির্দেশনায় সংগঠনটির সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএডিসির অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর জেলা গভর্নর ড. মুজিবুল হক চুন্নু, ইসলাম গ্রুপের সাবেক জেনারেল ম্যানেজার নাজমুল হক, রাস্ট্রপক্ষের সাক্ষী আবদুল কাদির সিদ্দিকী, শিক্ষক মাহবুব আলম, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামন, সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি জেলা কমিটির সভাপতি অ্যাড সমর কান্তি সরকার, কিশোরগঞ্জ সংস্কৃতিক মঞ্চের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল ওয়াহাব, সাংবাদিক শেখ আবুল মনসুর লুনু, কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান সমন্বয়ক আবু সাঈদ, সহ-সভাপতি ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, কবি সাদিয়া জাহান রেজা প্রমূখ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সনের মানবতাবিরোধী অপরাধে জড়িতদেরকে বিচারের আওতায় আনতে সকল প্রকার হামলা-মামলা-অপহরণ ও নিজ জমি বিক্রি করে সহায় সম্বল হারিয়ে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করে যাবার সংগ্রাম অব্যাহত রাখায়  রেজাউল হাবিব রেজার  স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা কিংবা অন্য কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবী জানানো হয় এ বর্ষপূর্তির অনুষ্ঠানে।

অনুষ্ঠানে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষীদের ফুল দিয়ে বরন ও সাংস্কৃতিক অঙ্গনে জাতীয় পর্যায়ে অবদান রাখায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল ওয়াহাব ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ ডা. হিরা মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান জুড়েই কবি, সাহিত্যিক ও লেখকরা স্বরচিত লেখা পাঠ করে সাপ্তাহিক (১১৮৬ তম) সভা/২১ বর্ষপূর্তি উৎসব মাতিয়ে রাখেন। এসময় ভোরের আলো সাহিত্য আসরের বিভিন্ন পর্যায়ের কলাকুশলী ছাড়াও কবি-সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category