ভোরের আলো ডেস্কঃ
দীর্ঘ কারাজীবনে বঙ্গবন্ধুর খুনি, মানবতাবিরোধী অপরাধীসসহ ২৬ জনের ফাঁসির দণ্ড কার্যকর করে আলোচিত হন শাহজাহান; পরিচিতি পান ’জল্লাদ’ শাহজাহান হিসেবে।
নরসিংদীর পলাশ থানার ইছাখালী গ্রামের এই ব্যক্তি ডাকাতি ও হত্যার মামলায় ১৯৯১ সালের ১৭ মে কারাগারে যান। তার সাজা হয়েছিল ৪২ বছর। পরে জল্লাদের ভূমিকা পালনসহ নানা কারণে তার সাজা রেয়াত হয় ১০ বছর ৫ মাস।
সব মিলিয়ে ৩২ বছর পর কারাবাসের পর ২০২৪ সালের ১৮ জুন যখন মুক্তি পান, তখন কারাফটকে তার স্বজনদের কেউ ছিল না।
বছর বয়সে অবিবাহিত অবস্থায় শাহজাহান কারাগারে গিয়েছিলেন। এরপর ৭৩ বছর বয়সে মুক্তি পাওয়ার কিছুদিন পর বিয়ে করেন।
গত ৩১ মার্চ প্রতারণার অভিযোগে স্ত্রী-শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরদিন জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভালো নেই জানিয়ে দাবি করেন, প্রতারণার শিকার হয়ে হারিয়েছেন সব।
Leave a Reply