বার্তা সম্পাদক ( ভোরের আলো বিডি ) ঃ গতানুগতিক ধারার চিন্তাচেতনা বাদ দিয়ে আধুনিকতা এবং তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে মানসম্পত রুপদান করতে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার মান উন্নয়নের লক্ষে, কিশোরগঞ্জ জেলার বেসরকারি স্কুলগুলোর প্রতিষ্ঠাতা ও পরিচালকদের সমন্বয়ে কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভলপমেন্ট এসোসিয়েশন নামে একটি যুগপযোগী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার ( ২৮ জুন ) সংগঠটির অস্থায়ী কার্যালয় কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় (ভোটের মাধ্যমে) ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী ২ বছরের জন্য গঠন করা হয়।
উক্ত কমিটিতে কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো: রফিকুল ইসলামকে সভাপতি এবং আলহেরা-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: মানসুরুল হক রবিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া উমর ফারুক খান,কিশোরগঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কূল,মো:শামসুজ্জামান,ন্যাশনাল আইডিয়াল স্কুল,অধ্যক্ষ ফাহিমা আক্তার পলি,আব্দুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজ কে সহসভাপতি পদে, সাংগটনিক সম্পাদক হিসেবে মো: রফিকুল ইসলাম মনির, শিক্ষা সম্পাদক হিসেবে মো: মোজাম্মেল হক কাজল, অর্থ সম্পাদক হিসেবে রকিবুল হাসান মুন্না, দপ্তর সম্পাদক হিসেবে ইয়াছমিন আক্তার লিজা, সহ-দপ্তর সম্পাদক হিসেবে ইরিনা জাহান মুক্তা, সদস্য হিসেবে আবু তাহের, এস.কে হীরাকে নির্বাচিত করা হয়।
কমিটি গঠন প্রক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, কিশোগঞ্জ পৌরসভার কর্মকর্তা সঞ্জয় কুমার মোদক,কৃষি ব্যাংক কর্মকর্তা মো: মাহবুলবুল আলম রাসেল সহ প্রায় ৩০ টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের যেকোন জেলার এবং কিশোরগঞ্জ জেলার যে কোন প্রতিষ্ঠানকে সাংগঠনিক বিষয়ে মুক্ত আলোচনা এবং যে বিষয়ে পরামর্শ এবং সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক।
Leave a Reply