ডেস্ক রিপোর্ট:
কিশোরগঞ্জের ঐত্যিবাহী গুরুদয়াল সরকারি কলেজের ডক্টর এম ওসমান গণি ছাত্রাবাসের ২০১৮-১৯সেশন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০২ জুলাই) বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ০৮টা পর্যন্ত চলে এ সংবর্ধনা অনুষ্ঠান।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অত্র ছাত্রাবাসের ছাত্র মোঃ জাকারিয়া ও তোফাজ্জলের যৌথ সঞ্চালনায় ও অত্র ছাত্রাবাসের সুপার মহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক আজহারুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রাবাসের পক্ষ থেকে ০৩শিক্ষার্থী, বিদায়ীদের মধ্য থেকে ০৩শিক্ষার্থী,বিশেষ অতিথি ও প্রধান অতিথির শিক্ষনীয় ও অনুপ্রেরণামূলক বক্তব্যের পরপরই বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
পরিশেষে সভাপতি মহাম্মদ আব্দুল জব্বারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply