-এই স্লোগানের মধ্যদিয়ে এবং গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন কিশোরগঞ্জ-এর সার্বিক সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কিশোরগঞ্জ-এর আয়োজনে আজ ০৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টায় কিশোরগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় অডিটোরিয়ামে কিশোরগঞ্জ সদর উপজেলায় দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার এবং সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ নূরে আলম, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল, সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী প্রীতেষ বড়ুয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহসভাপতি খালেদা ইসলাম, সাংবাদিক একে নাছিম খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: শাহাব উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় কিশোরগঞ্জ-এর উপপরিচালক সহকারী পরিচালক মাহাথির মোহাম্মদ সামি।
আলোচনা পর্ব শেষে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা চারটি স্কুলের মধ্যে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। এতে অংশগ্রহণ করেন, কিশোরগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়।
এতে সরযূ বালা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। পরে বিজয়ী দল, রানার আপ এবং অংশগ্রহণকারী সকলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম সাইফুজ্জামান।
বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদা ইয়াসমিন সম্পা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নাজমুল করিম।
Leave a Reply