আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

oppo_0

রাষ্ট্রীয় পদকের দাবি জানিয়ে আবারো ভোরের আলো প্রাণবন্ত

ভোরের আলো ডেস্কঃ

ভোরের আলো সাহিত্য আসরের ২১ বর্ষ পূর্তি উৎসবের পর ২য় সভাটি আজ কিশোরগঞ্জ থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১১ঘটিকায় তা সমাপ্ত হয়। সাহিত্য আসরের সভাপতি মোঃ আজিজুর রহমান অসুস্থ থাকায় এতে সভাপতিত্ব করেন সহসভাপতি অথচ এবং ইত্যাদি কাব্যগ্রন্থের লেখক মোঃ মোতাহের হোসেন।

oppo_1024

প্রধান আলোচক হিসেবে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিআরডিবির সাবেক পরিকল্পনাবিষয়ক পরিচালক, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন।

সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা এই আসরটি সঞ্চালনা করেন।

এতে ঐতিহাসিক প্রেক্ষাপটে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনয়কারী মোঃ আবদুল ওয়াহাব।

oppo_1024 সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজাহারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল। বক্তব্য প্রদান করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সারোয়ার জাহান। স্বরচিত কবিতা পাঠ করেন হিরন আকন্দ।

সভাশেষে কবি মোতাহের হোসেন তার স্বরচিত কবিতা পাঠ করার মধ্যি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা পরেন।
এ সভায় প্রধান অতিথির ভাষনে বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন বলেন ঃ যিনি ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা, যিনি এ আসটের কার্যক্রমটি বিগত ২১ বছর যাবত ধরে রেখেছেন তাকে ” শিল্পকলার ২১বছর পূর্তি উৎসবের দিন আমাদের পক্ষ হতে
সম্মাননা প্রদান করা দরকার ছিলো। ”
তার প্রতি উত্তরে প্রতষ্ঠাতা রেজাউল হাবিব রেজা বলেনঃ “রাষ্ট্রীয়ভাবে আমাকে স্বীকৃতি প্রদানের জন্য বড় বড় সভায় আপনি ও আপনারা যে দাবি জানিয়ে আসছেন আমার জন্য সেটাই আমার সম্মাননা।”
সভাপতি কবি মোতাহের বলেনঃ উর্ধ্বতন পর্যায়ে আমাদেরকে আরো পদক্ষেপ নিতে হবে।”

oppo_3

প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেনঃ ” এ জন্য আমরা গণসচেতনতা তৈরি করতে রেজাভাইয়ের কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিতরণ করতে পারি এবং উর্ধ্বতন দায়িত্বশীল বরাবরে তা প্রেরণ করতে পারি।”
পরিশেষে সভাপতি মোতাহের হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category