আজ ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে ছিল ভূট্টাক্ষেতে

ভোরের আলো বিডি ডেস্ক ঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবাসীর স্ত্রীর গালাকাটা মরদেহ  ভূট্টাক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে  খবর দেয়। পুলিশ খবর পেয়ে এই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায় স্মৃতি আক্তার (২৩) নামের এই নারীকে।

নিহত স্মৃতি আক্তার কটিয়াদী পৌরসভার হালুয়াপাড়া গ্রামের মানিক মিয়ার মেয়ে ও পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদী গ্রামের প্রবাসী আমিন ভূইয়ার স্ত্রী।

নিহতের বাবা মানিক মিয়া বলেন, পাশ্ববর্তী বাগরাইট গ্রামের মুজিবুর মিয়ার ছেলে মেহেদী হাসান আমার মেয়েকে বিয়ের আগে থেকেই উত্যক্ত করে আসছিল। বিয়ের পরও মেহেদী তাঁকে উত্যক্ত করতে থাকে। বিষয়টি আমি মেহেদীর পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। আমি নিশ্চিত যে মেহেদী ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, নিহত স্মৃতি আক্তারের স্বামী আমিন ভুইয়া প্রবাসে থাকেন। স্বামী প্রবাসে থাকায় স্মৃতি আক্তার বেশি সময়ই তাঁর বাবার বাড়ি হালুয়াপাড়ায় থাকতেন। বৃহস্পতিবার (১১ জুলাই)  দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা স্মৃতি আক্তারকে গালাকেটে হত্যা করে বাড়ির সামনের ভূট্টাক্ষেতে ফেলে যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ঘটনাটি নিবিরভাবে পর্যবেক্ষণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে। অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category