বার্তা সম্পাদক ( ভোরের আলো বিডি ডেস্ক ) ঃ কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১১৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে।
oppo_0
শুক্রবার ( ২৬ জুলাই ) সকাল ৯ ঘটিকায় কালিবাড়িস্থ মর্ডান ডেন্টাল কেয়ারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সহ-সভাপতি কবি ও লেখক মোঃ মোতাহের হোসেন।
সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন এড,সমর কান্তি সরকার,সুবর্ণা দেবনাথ, বিশিষ্ঠ সমাজ বিশ্লেসক মঞ্জুরুল হক মঞ্জু, জ্ঞানতীর্থ পাঠাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, দন্ত চিকিৎসক ডাঃ হিরা মিয়া, বিশিষ্ঠ ইসলামী চিন্তক ও ভ্রমন পিপাসু আলী হাসান, মোছাঃ আকলিমা খানম, মোঃ রাজন মিয়া, মোঃ কাঞ্চন মিয়া প্রমুখ।
কবিতা,গান ও বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রাখেন সুবর্ণা দেবনাথ।
পরিশেষে আসরের সহ-সভাপতি কবি ও লেখক মোঃ মোতাহের হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে আসরের সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply