আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিল, সড়ক অবরোধ

(মো: সারোয়ার জাহান)

কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি আখড়া বাজার, কালীবাড়ি মোড়, স্টেশন রোড, গৌরাঙ্গ বাজার হয়ে পুরান থানা মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে। মিছিলে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। ১ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে স্থান ত্যাগ করেন শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মিছিলকারীরা মিছিল শেষ করে চলে গেছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category