(মো: সারোয়ার জাহান)কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে চিঠি।
শনিবার(১৭ আগস্ট)সকাল সাড়ে ৮টায় ৯টি দান সিন্দুক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে।এ সময় পর্যাপ্ত নিরাপত্তার জন্য বিপুল সংখ্যাক সেনাবাহিনী, পুলিশ, আনসার ও প্রিন্ট-ইলেক্ট্রিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মসজিদ পরিচালনা কমিটির তথ্য মতে, ৩ মাস ২৭দিন পর খোলা হয়েছে দান সিন্দুক।মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ ৩৫০জনের একটি দল গণনার কাজে নিয়োজিত।
গণনা চলাকালে চোখে পড়ে সেজুতি নামে এক মুসলিম মেয়ের হাতে লেখা চিঠি।চিঠিতে উল্লেখ আছে, ‘আসসালামু আলাইকুম হুজুর। আমার নাম আফরোজ আক্তার সেজুতি, আমি একজনকে অনেক ভালোবাসি, সারাদিন তার চিন্তা আমার মাথায় ঘুরে। ওর কথা মনে পড়লে অনেক কান্না আসে।
আমি আমার পড়ালেখায় মনোযোগ দিতে পারি না। ও আমার ব্যাপারে কিছুই জানে না, আমি ওর ব্যাপারে সব জানি। ও খ্রিস্টান আমি মুসলমান, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি। প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে বলি যাতে ও মুসলমান হয়ে যায়, আমি চাই ও আমার জন্য হালাল হয়ে যাক। আল্লাহ ওকে আমার জন্য হালাল করে দেন, আমি ওর প্রতি দুর্বল ওকে কিছুতেই ভুলতে পারি না। আমি ওকে ভুলতেও চাই না। আমার অনেক ভয় লাগে, ও যেন অন্য কারো হয়ে না যায়। আপনি আমার জন্য দোয়া করবেন তকদিরে দিয়ে দোয়া করবেন। আমার সালাম নিবেন।’
কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে খোলা হয় দান সিন্দুকগুলো।
Leave a Reply