আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সবুজ পল্লব ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ভোরের আলো বিডি ডেস্কঃ

সবুজ পল্লব ফাউন্ডেশন উদ্যোগে ২৩ আগষ্ট ২০২৪ (শুক্রবার) বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো: তাজউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচী পালনে উপস্থিত ছিলেন সংগঠন এর কিশোরগঞ্জ শাখার উপদেষ্টা মো: আজিজুল ইসলাম, মো: আব্দুল্লাহ, মো: মস্তোফা জামাল জানিসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আগামী দিনের পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ ও বনায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।  পরে সবুজ পল্লব ফাউন্ডেশন এর সদস্যগণ কর্তৃক কয়েকশ বৃক্ষ রোপণ করা হয়।  পাশাপাশি এলাকাবাসীর মধ্যে বৃক্ষচারা বিতরণও করা হয়।  আশিকুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সুলতান শামীম, নূরুল আমীন, ইউসুফ মিয়া, মো: সারোয়ার আলম সহ আরও অনেকে।

এ বিষয়ে সবুজ পল্লব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এন. নাহার জানান, এটা চলতি বছরে আমাদের ২য় ক্যাম্পেইন ছিল এবং আমরা নিম, জলপাই, কাঠাল, মেহগনি গাছের ৩১৪ টি চারা রোপণ ও বিতরণ করেছি। তিনি আরও বলেন, ” চলতি মৌসুমে আমাদের সবুজ পল্লব ফাউন্ডেশন এর উদ্যোগে আরও বেশ কিছু বৃক্ষরোপণ করা হবে ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category