Update Time : সেপ্টেম্বর, ৬, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ
185 View
ভোরের আলো বিডি ডেস্কঃ
ইউএনবি সূত্রে জানা গেছে, আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া।
এর আগে রাত ৩টার দিকে ধানমন্ডির একটি বাসায় অভিযান চালিয়ে শাজাহান খানকে হেফাজতে নেওয়া হয় বলে জানান ডিবির এই কর্মকর্তা।
গত মাসে জাতীয় সংসদে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাহজাহানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিদ্ধান্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালে প্লট বরাদ্দে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে তলব করে দুদক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার হলফনামায় দুটি গাড়ি, স্ত্রীর ৯৬ ভরি স্বর্ণ ও তার নামে নিবন্ধিত দুটি বাসসহ বিপুল সম্পদের তথ্য উঠে আসে।
শাজাহান খান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply