আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতিকে প্রধান আসামি করে ৯০জনের নামে মামলা

(মো: সারোয়ার জাহান)বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাসেনা সরকারের অপসারণ(১দফা) এর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার ওপর হামলা,মারপিট ও হত্যার চেষ্টার অভিযোগে সাবেক দুই সাংসদসহ ৯০জনের নামে মামলা করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদের বাসিন্দা শিক্ষানবিশ আইনজীবী মু.সুজন মিয়া গতকাল সোমবার(৯সেপ্টেম্বর) বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।এতে প্রধান আসামি করা হয় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এড.জিল্লুর রহমানকে।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় আসামিরা আগ্নেয়াস্ত্র ,বিস্ফোরক, লাঠিসোঁটাসহ আওয়ামী লীগের সমর্থনে মিছিল বের করে। এ সময় আসামিরা ছাত্র-জনতার মিছিলে হামলা করে মারপিট, হত্যাচেষ্টা ও গুলি ছুড়ে সহিংসতা চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন বাদী মু.সুজন মিয়া।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন,কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ এড. সোহরাব উদ্দিন,কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সাবেক রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান আহমেদ তৌফিক,মেজো পুত্র যুবলীগ নেতা রাসেল আহমেদ তুহিন,কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯০ নেতাকর্মীর নামোল্লেখ  ছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category