(মো:সারোয়ার জাহান)বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে হামলা,মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগে কিশোরগঞ্জ-১আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ ৬২জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকা দিয়ে যাওয়ার সময় ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ দলের অন্যান্যদের হুকুমে আগ্নেয়াস্ত্র ,বিস্ফোরক, লাঠিসোঁটাসহ মিছিলকারীদের ওপর হামলা চালায়।এ সময় আসামিরা ছাত্র-জনতার মিছিলে হামলা করে মারপিট, হত্যাচেষ্টা ও সহিংসতা চালায়।এতে বাদী সাজ্জাদ হোসেনসহ অনেকেই আহত হয়।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, পৌর মেয়র মাহমুদ পারভেজ,জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনসহ আওয়ামী ও এর অঙ্গসংগঠনের ৬২নেতাকর্মীর নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০জনকে আসামি করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply