(মো: সারোয়ার জাহান) কিশোরগঞ্জের করিমগঞ্জে জয়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৩সেপ্টেম্বর)বিকালে জয়কা ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে নানশ্রী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির চেয়ারম্যান,উপজেলা যুবদলের আহ্বায়ক আ্যাডভোকেট মোশাররফ হোসেন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক হারুন চেয়ারম্যান বক্তব্য রাখেন।সকলেই তাদের বক্তব্যে তৃণমূলে ত্যাগীদের মূল্যায়িত করে দলকে সুসংগঠিত করার আশ্বাস দেন।
জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সহস্রাধিক নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন
Leave a Reply