আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের মহিনন্দের গর্বিত সন্তান লেখক, সাংবাদিক ও গীতিকার কাদের মাহমুদের মৃত্যুতে আলোচনা ও শোক প্রস্তাব

সম্পাদকীয়

রেজাউল হাবিব রেজা

ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে লন্ডন বেতারের সাংবাদিক ও গীতিকার কাদের মাহমুদের  মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত।

গতকাল বেলা সাড়ে ১১টায় ভোরের আলোর উদ্যোগে এ সংগঠনের সাম্প্রতিক কালের শুভাকাঙ্খী ও কিছুদিন আগেই ইহজগত থেকে বিদায় নেয়া কাদের মাহমুদের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কবি মোতাহের হোসেন।
গতকাল ১৩সেপ্টেম্বর শুক্রবার ভোরের আলো কার্যালয়ে রেজাউল হাবিব রেজার উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহিনন্দ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের আলোর সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হাসান রুবেল, কিশোরগঞ্জ মডেল  কলেজের প্রভাষক মোঃ সারোয়ার জাহান, ,  বাউল শিল্পী মোঃ কবির হোসেন, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো: আলমগীর অলিক,  কবি হিরণ আকন্দ, সাহিত্য সম্পাদক মো: মূর্তজা জামাল ও ডাঃ মোঃ হিরা মিয়া প্রমুখ।
সভাশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য যে, সাংবাদিক ও সাহিত্যিক গত ৭ সেপ্টেম্বর -২০২৪ শুক্রবার, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায়  লন্ডন নিজবাড়িতে মৃত্যুবরণ করেন।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
১৯৪৩ সালে কাদের মাহমুদ নেত্রকোণা জেলার কুমড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সাল থেকে তিনি বেড়ে ওঠেন ঢাকায়। ১৯৭৩ সাল থেকে তিনি ইংল্যান্ডে বসবাস করে আসছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।  ১৯৬৩ সাল হতে ২০০৭ সাল পর্যন্ত তিনি পত্রিকা ও লন্ডন বেতারে সাংবাদিকতা এবং বৃটিশ বহিরাগমন আইন চর্চা করেন। তিনি সাহিত্য চর্চা শুরু করেন বিগত শতকের ৬ষ্ঠ দশকে। তাঁর রচিত বইয়ের মধ্যে রয়েছে ৫টি উপন্যাস, ২টি গল্প সংকলন, ৫টি কাব্যগ্রন্থ, ১টি কাব্য অনুবাদ গ্রন্থ, ২টি প্রবন্ধের বই, ১টি ভ্রমণ বৃত্তান্ত এবং নবীনদের ছড়ার ২টি বই, ১টি গল্পের বই ও ৬টি চটি-গল্প।

তাঁর অনুবাদ কর্ম হচ্ছে গিলগামেশের মহাকাব্য, জাতক গল্পগুচ্ছ, 50 Poems of Habibullah Sirajee, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত  Language For A New Century (2008),   সংকলনে তিনজন বাঙালী কবির কবিতা, এবং সংহতি সাহিত্য পরিষদের Poetic East-End (2017),  সংকলনের প্রবাসী বাঙালীদের কবিতাগুচ্ছ।
✒️🖍️কাদের মাহমুদ মূলতঃ একাধারে সাংবাদিক, কবি, ছড়াকার, গল্পকার, শিশুতোষ লেখক, প্রগতিশীল চিন্তা চেতনার প্রবন্ধকার শেষ সময়ের একজন গীতিকার। কাদের মাহমুদের জনপ্রিয় কলাম “জনৈকের জার্নাল” যা জনমত পত্রিকায় নিয়মিত প্রকাশ হতো।
প্রয়াত এ লেখকের কোনো যোগ্য উত্তরসূরী লেখক আছে কিনা জানতে পারিনি। তবে যোগ্য পাঠক সৃষ্টি করার জন্য ফরিদা মাহমুদ ঝর্ণা নামে একটি পাঠাগার স্থাপন করেন। পাঠাগারটির সভাপতি হিসেবে বর্তমানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি সাবেক স্বনামধন্য ব্যাংকার মোঃ  ফিরোজ উদ্দিন আহমেদ সভাপতির দায়িত্ব পালন করছেন। এটির গ্রন্থাগারিক মোঃ শহীদুল্লাহ। এটি বর্তমানে নিবন্ধিত। তিনি দূরদেশে থেকেও মৃত্যুর দুই-আড়াই মাস পূর্বে শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারে তার লেখা গানের বই উপহার দেন এ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা হাজী মোঃ আবু সােঈদকে। মধ্যস্থতা করেন গ্রন্থাগারিক মেঃ শহীদুল্লাহ।

মৃত্যুকালে এ লেখকের ২ মেয়ে ১ ছেলে রেখে যান।

তার মৃত্যুতে কিশোরগঞ্জ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পরিষদ, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার, ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থা পক্ষ হতে শেক জানিয়েছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
পুরস্কারঃ ২০১১ সালে তাঁকে বাংলা একাডেমি প্রথম প্রবাসী লেখক ( সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য) পুরস্কার, সংহতি সাহিত্য পরিষদের আজীবন সম্মাননা পদক এবং সাপ্তাহিক জনমত বিশেষ পদকে ভুষিত করে।
কাদের মাহমুদ শেষ সময়ে ২০২৩ সালে এসে ২১ফেব্রুয়ারিতে ঢাকায় অমর ২১শের গ্রন্থমেলায় “প্রাণের কথার গীতি” নামের একটি ৫০০ গান নিয়ে বই রচনা করেন। গানগুলো আবদুল গাফফার চৌধুরী দেখে ভালো হয়েছে বলে মন্তব্য করেন বলে এ বইয়ে উল্লেখ আছে। গানের আরেকটি ২য় খন্ড প্রকাশ করার ইচ্ছে ছিলো।  প্রকাশ হয়েছে কিনা জানা নেই। মোট তিনি ৩৫টি বই প্রকাশ করেন।
তাঁর গান গুলোর মধ্যে
🖍️”দিন বদলের দিন এসেছে দিনবদলের দিন,
প্রবীণ যারা তাদের সাথে হাত মেলায় নবীন।” গানটি সমকালীন বেশ আবেদন মুখী।
🖍️মৃত্যু নিয়ে আরেকটি গান
“যখন আমি যাবো বন্ধু মরে
আমার প্রিয়ার কানে কানে,
বলো, বলো তারে চুপিসারে–
সে তো রাখেনি তার কথা–
সেটাই গেঁথে থাকবে এ প্রাণে।”
এটিও তিনি সদ্য প্রয়াত হওয়ায়
বাস্তব মিলে যাওয়া একটি বিষাদ অনুধাবনের গান বলে সবার হৃদয় স্পর্শ করেছে।
প্রয়াত এ লেখকে সেখানেই  কবরস্থ করা হয়।

তথ্যসুত্রঃ

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️তথ্যসুত্রঃ  সাংবাদিক কাদের মাহমুদের ভাগ্নে মোঃ আফাজুর রহমান খান।

🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category