আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

oppo_1024

ভোরের আলো সাহিত্য আসরের ১১৯৮তম সভা অনুষ্ঠিত।

ভোরের আলো ডেস্কঃ

গতকাল ১৩ সেপ্টেম্বর -২০২৪, শুক্রবার সকাল ১০ঘটিকায় ভোরের আলো সাহিত্য আসরের ১১৯৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ছড়া,কবিতা, গান ও উন্মুক্ত আলোচনার মধ্যি দিয়ে গতকাল সকাল ১০টায় কিশোরগঞ্জ  থানা মার্কেটস্থ  ভোরের আলো সাহিত্য আসর  কার্যালয়ে ১১৯৮তম ক্রমিকের এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

আসরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহসভাপতি “অথচ এবং ইত্যাদি ” কাব্যগ্রন্থের লেখক,কবি মোঃ মোতাহের হোসেন।
সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে নানা উপস্থাপনায় অংশ নেন সহসভাপতি বিমল চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক, বিশিষ্ট  তথ্য সংগ্রাহক আমিনুল হক সাদী, উপদেষ্টা ডাঃ হিরা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজাহারুল ইসলাম লিটন, বাউল শিল্পী মোঃ কবির হোসেন,  জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক, সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সারোয়ার জাহান, সাহিত্য সম্পাদক মোঃ মর্তুজা জামাল,  আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কবি হিরন আকন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সদ্য পরলোকগত বিবিসি বেতারের সাংবাদিক মহিনন্দের গর্বিত সন্তান, ৩২টি নানামুখি বইয়ের লেখক, গীতিকার কাদের মাহমুদের স্মৃতিচারণ করে বিশেষ আলোচনা ও আত্মার মাগফিরাত কামনা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category