আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি বাতেন ফারুকী সম্পাদক কামরুজ্জামান

(মো: সারোয়ার জাহান)বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১অক্টোবর)বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আঃ বাতেন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকগন।

অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আজিজুর রহমান ভূঞা। বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রাবেয়া আক্তার খাতুন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ভ’ঞা, জেলা কমিটির অন্যতম সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।

বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ কে ফজলুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির স্কাউট বিষয়ক সম্পাদক এবং করিমগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও গোজাদিয়া আঃ হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হামিদ ফকির। জেলা কমিটির প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং লতিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আতিকুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি এবং কুলিয়ারচর বীরকাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, পাটধা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ইকবাল হোসেন, মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, রহিম সাত্তার আডিয়াল কলেজের প্রভাষক মোঃ মাহবুবুল আলম, আরজত আতজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুসরাত পারভীন, হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ বি এম সাইফুল ইসলাম, সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহির আহমেদ, কলাপাড়া হাজী আঃ গফুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জামির হোসেন ভ’ঞা, কিশোরগঞ্জ মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান, টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।

উপস্থিত ছিলেন মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, কিশোরগঞ্জ মডেল গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষক আঃ ছাত্তার, রেজিয়া সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলার সাবেক সভাপতি মোঃ ছফির উদ্দিন, পাটধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারধন বণিক, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিনিয়া সারমীন, আলহাজ শামছুদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রুনা, জেলা স্মরণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস ক্যামেলিয়া জাহান, শাহ মোঃ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়া উদ্দিন স্কুল এন্ড কলেজ, হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া ইয়াসমিন, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খাইরুল ইসলাম, টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগন সম্মেলনে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, গীতা পাঠ করেন আজিম উদ্দিন উচ্চ সহকারী শিক্ষক সুকান্ত আচার্য্য। আলোচনায় সভায় শিক্ষকগন বিভিন্ন ক্ষেত্রে তাদের বৈষম্যের কথা তুলে ধরেন। শিক্ষকদের কণ্ঠে একটি দাবী বারবার ধ্বনিত হয় তা হলো জাতীয়করন। সরকারের কাছে তাঁরা দাবী জানান বেসরকারী শিক্ষকগনের চাকুরী জাতীকরনের। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার ডাকে সাড়া দিয়ে ঢাকার সমাবেশে অংশ নেয়ারও আহবান জানানো হয়।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি পদে মোঃ আঃ বাতেন ফারুকী, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কামরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাহমাতাল্লিল আল আমিনকে নির্বাচিত করা হয়।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এবং আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা খাজা মইন উদ্দিন চিশতী (রঃ) দারুল উলুম মাদ্রসার সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রিপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category