আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের স্মরণে কিশোরগঞ্জে শোকসভা অনুষ্ঠিত

রেজাউল হাবিব রেজা 

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকসভা

কিশোরগঞ্জে এনটিভির বার্তা সম্পাদক ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকন’র মৃত্যুতে এক আলোচনা সভা ও দু’আ অনুষ্ঠিত হয়েছে।


০৪সেপ্টেম্বর(২০২৪),শুক্রবার সকাল ৯ঘটিকায় কিশোরগঞ্জ থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে ও ভোরের আলো সাহিত্য আসরের সহযোগিতায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
ভোরের আলোর সিনিয়র সহসভাপতি বিশিষ্ট কবি ও ব্যাংকার মোতাহের হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।

oppo_1024

জাতীয় সাংবাদিক সংস্থা (নূর ইসলাম)-কিশোরগঞ্জ জেলা ইউনিট এর সভাপতি সাংবাদিক শফিক কবীরের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দি নিউনেশন পত্রিকার স্টাফ ও সিনিয়র সাংবাদিক আলম সারওয়ার টিটু।

oppo_1024

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ মতিন আকন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভোরের আলোর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা,

oppo_1024

বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, বিশিষ্ট তথ্য সংগ্রাহক ও ঢাকা টাইমস পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আমিনুল হক সাদী, দৈনিক মানবকন্ঠ পত্রিকার করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব, দৈনিক সংবাদচিত্র পত্রিকার সিনিয়র স্টাফ সাংবাদিক মোঃ মাহফুজুল হক খান (জিকু), অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ মনজুরুল হক, কালের নতুন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, ভোরের আলোর সাংগঠনিক সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক তরুণ কবি হিরন আকন্দ, কবি মাহফুজুর রহমান, জাতীয় বাউল সমিতির সদস্য বিশিষ্ট শিল্পী মো: কবির হোসেন, ইসলামী চিন্তক, কবি ও লেখক মোঃ মাহদী হাসান, ইসলামী গজল পরিবেশক ইব্রাহীম খলিল, কবি ও আলোচক মোঃ আজহারুল ইসলাম, মোঃ জনি মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক খোঁজ-খবর নেন দাঁতের ডাক্তার মোঃ হিরা মিয়া।
সভায় সীমান্ত খোকনের ওপর আলোচনা, দেশপ্রেমের গান, ইসলামী সংগীত এবং হৃদয়গ্রাহী মোনাজাতে প্রানবন্ত হয়ে ওঠে এ শোক সভাটি।
আলোচকরা প্রয়াত সীমান্ত খোকনকে কিশোরগঞ্জের গর্বিত সন্তান বলে আখ্যায়িত করেন। তার মৃত্যুতে একজন প্রথিতযশা সাংবাদিক হারালো বলে অভিমত ব্যক্ত করেন। একটি রহস্যজনক মৃত্যুতে সবাই যেন হত-বিহ্বল,শোকে মুহ্যমান। আলোচকরা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সভা শেষে

oppo_1024

সমাপ্ত ভাষনে কবি মোতাহের হোসেন সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category