সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লবের বাবা মো. ইয়াছিন মিয়া মারা গেছেন।
শুকবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় কিরাটন সমিতি বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে আয়লা সামাজিক গোরস্থানে দাফন করা হবে।
মো. ইয়াছিন মিয়া স্ত্রী, পাঁচ পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে হাবিবুর রহমান বিপ্লব দৈনিক মানবকন্ঠ পত্রিকার করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা করিমগঞ্জ ইউনিটের সভাপতি।
মো. ইয়াছিন মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেজাউল হাবিব রেজা, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিক কবির ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান।
Leave a Reply