- ভোরের আলো বিডি ডেস্কঃ
বুধবার (২৩ অক্টোবর) রাতে করিমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর কাইয়ুম। এ মামলায় আরো ২৭০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলা বিবরণ থেকে জানা যায় গত ৪ আগস্ট করিমগঞ্জ বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা চালায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ হামলায় জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক এমপি মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকের প্রত্যেক্ষ ও পরোক্ষ ইন্ধন এবং নির্দেশে ও অর্থনৈতিক সহযোগীতায় সকল আসামিগণ আগ্নেয়াস্ত্র, শর্টগান, বন্দুক, ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ দা, লাঠি, রড নিয়া এ হামলা চালায়।এ হামলায় আন্দোলনকারীদের মোটরসাইকেলগুলো পুড়িয়ে দেয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টাকা এবং এ হামলায় অনেকেই গুরুতর আহত হয়। পরে আসামিগন উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায় যার ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাব উদ্দিন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply