(মো: সারোয়ার জাহান)জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইসচেয়ারম্যান হিসেবে সদ্য ঘোষিত রেজাউল হাবিব রেজার সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে জন্মভূমি কিশোরগঞ্জে।
আজ ০১নভেম্বর-২৪ (শুক্রবার) সকাল ১০ঘটিকায় গুরুদয়াল সরকারি মহাবিদ্যালয় ও সোনালীব্যাংক কিশোরগঞ্জের পাশেই এ সংবর্ধনার আয়োজনটি করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীরের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড.মোঃ নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ৫২এর ভাষাসৈনিকের সুযোগ্য সন্তান বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুদ্দীন আহমেদ লেনিন, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ মোঃ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শেখ ওয়ালিউল্লাহ অলি, বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: রুহুল আমিন,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ আমিনুল হক সাদী, জাতীয় সাংবাদিক সংস্থা ও নিসচা কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক রাকিবুল হাসান রাকিব,ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, ভোরের আলো সাহিত্য আসরের সিনিয়র কর্মী মোঃ হুমায়ুন কবির রেহান, কিশোরগঞ্জের বিশিষ্ট নাট্যকার মোঃ আবদুল ওয়াহাব, শুকতারা সমাজকল্যান সমিতির সভাপতি মোঃ রেজাউল হাসনাত নাহিদ, আসরের প্রধান সমন্বয়ক ও শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা হাজী মোঃ আবু সাঈদ, বিশিষ্ট বাউল শিল্পী মোঃ কবির হোসেন, গুজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক মোঃ মোঃ জহিরুল হাসান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আবুল কাসেম, জ্ঞান তীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক, বিষিষ্ট কবি গীতিকার মো: জিয়াউর রহমান, তারণ্য উচ্ছ্বাসের কবি হিরন আকন্দ, শিল্পী ও জনপ্রতিনিধি মাহমুদা আক্তার সরলা, লেখক লিয়াকত আলী, লোকজ সংস্কৃতির পল্লীসাহিত্যিক আফরোজা আফ্রিদি মন্ডল, শিল্পী মোছাঃ শিউলী আক্তার ও সাদিয়া জাহান রেজা প্রমুখ।
সংবর্ধনা সভায় রেজাউল হাবিব রেজাকে একজন দক্ষ সংগঠক হিসেবে চিহ্নিত করেন এবং তার প্রাপ্য মর্যাদা প্রাপ্তির জন্য প্রশাসনিক সুদৃষ্টি আকর্ষন করেন। এ অনুষ্ঠানে পুষ্পিত করা ছাড়াও বই ও কলম উপহার দিয়ে রেজার সামগ্রিক কর্মের স্বীকৃতি প্রদান করেন। শেষে অনুষ্ঠানের সভাপতি কবি মোতাহের হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply