ছড়া,কবিতা,গজল,গান ও আলোচনা অনুষ্ঠানের মধ্যি দিয়ে ভোরের আলো সাহিত্য আসরের ১২০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৮ নভেম্বর-২০২৪ (শুক্রবার), সকাল ৮ঘটিকা হতে সাড়ে ১০টা পর্যন্ত একটানা আড়াই ঘন্টা থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টালে এই আসর অনষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন “অথচ এবং ইত্যাদি” বইয়ের লেখক কবি মোতাহের হোসেন।
Leave a Reply