আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

oppo_1024

কবিতা,গান ও আলোচনার মধ্যি দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোরের আলো সাহিত্য আসরের১২০৯ তম সভা

ভোরের আলো  বিডি ডেস্কঃ

ভোরের আলো সাহিত্য আসরের কার্যক্রম থেমে নেই। ২১ বছর পেরিয়ে ২২বছরে অবতীর্ণ হতে যাচ্ছে ভোরের আলো সাহিত্য আসরের।  গতকাল ভোরের আলো সাহিত্য আসরের ১২০৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সিনিয়র সহসভাপতি কবি মোঃ মোতাহের হোসেন। ভোরের আলো সাহিত্য অনুষ্ঠানের স্থানদাতা  ডাঃ হিরা মিয়া।
অন্যন্যদের মধ্যে  অংশগ্রহণ করেন গুজাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন আকন্দ,সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল হাসান রুবেল,মো: জহিরুল ইসলাম জুয়েল, শিল্পী কাজী আহমেদ রাজু, সাংস্কৃতিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম, বাউল শিল্পী মোঃ কবির হোসন নবাগত কবি সোহানুর রহমসন সোহান।
অনুষ্ঠান শেষে ভোরেরআলো সাহিত্য আসরের পরবর্তী অনুষ্টানে যোগদান করর আহবান জানান সভাপতি কবি মোতাহের হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category