আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ এশিয়ার জনগণ সহযোগিতা কামনা করে’ আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোরের আলো বিডি ডেস্ক
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সূত্রে জানা যায়,
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারতের সাথে চলমান বাণিজ্য মন্দার একটি সমাধান আশা করছে, যা গত দুই থেকে তিন মাস ধরে অব্যাহত রয়েছে।
সার্ক : দক্ষিণ এশিয়ার জনগণ সহযোগিতা কামনা করে’
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘শীর্ষক আলোচনায় তিনি বলেন, ‘মন্দা শুধু বাংলাদেশ নয়, ভারতকেও প্রভাবিত করছে। এতে কলকাতার ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।’

এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তৌহিদ হোসেন আরও বলেন, ‘আমরা আশা করি এমন অচলাবস্থার দ্রুত সমাধান হবে।’

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’র জন্য আগামীকাল ঢাকায় আসছেন। এ সফরকালে দ্বিপাক্ষিক বাণিজ্য সমস্যা এবং পারস্পরিক উদ্বেগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেশীদের মধ্যে খোলামেলা সংলাপের গুরুত্বের ওপর জোর দিয়ে হোসেন বলেন, ‘আমরা যদি সমস্যার সমাধান করতে চাই, আমাদের প্রথমে তাদের অস্তিত্ব স্বীকার করতে হবে।’ তিনি ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের গুণগত পরিবর্তনের কথা তুলে ধরেন।

সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টার এ সেমিনারের আয়োজন করে যা আঞ্চলিক চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করতে বিশেষজ্ঞদের একত্রিত করে।

আঞ্চলিক সহযোগিতার কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করার আশা প্রকাশ করেন, যা এক দশক ধরে স্থগিত রয়েছে।

তিনি পরামর্শ দেন যে এতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার পথ প্রশস্ত এবং শেষ পর্যন্ত একটি সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

আঞ্চলিক ব্লককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করার জন্য একজন ভারতীয় কূটনীতিকের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘সার্ক মৃত বলে মনে হচ্ছে, কিন্তু এটিকে কবর দেওয়া উচিত নয়।’

উপদেষ্টা দক্ষিণ এশিয়ায় বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং দারিদ্র্য দূরীকরণে আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন এবং এই অঞ্চলের সম্মিলিত সুবিধার জন্য সদস্য দেশগুলোকে দ্বিপাক্ষিক মতপার্থক্য কাটিয়ে উঠার আহ্বান জানান।

তৌহিদ উল্লেখ করেন যে সার্ক শীর্ষ সম্মেলন ১০ বছর ধরে বন্ধ রয়েছে। মূলত ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণেই এটি স্থবির হয়ে পড়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category