ফুল দিয়ে অতিথিবরণ, অতিথিদের ব্যাজ পড়ানো, নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথগ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন, গুণীজন ও সাংবাদিক সংস্থার কর্মবীরদের স্বীকৃতি প্রদানে সম্মাননা স্মারক প্রদান ও সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তাছাড়া বিনোদন পর্বে ছিলো দৃষ্টিকাড়া ম্যাজিক ও গানের তালে নাচ। সংস্থার সদস্যদের পরিচয়পত্র প্রদান, হ্যান্ডনোট বুক, কলম উপহারের মাধ্যমে অভ্যর্থনা জানানোর সু-শৃঙ্খল পরিবেশ সবাইকে মুগ্ধ করেছে।
জাতীয় সাংবাদিক সংস্থা ২০২৫-২৬ বর্ষের নির্বাহী পরিষদের এই অভিষেক অনুষ্ঠানটি গত ২২শে ডিসেম্বর, রবিবার, রাজধানীর সেগুনবাগিচাস্থ কচিকাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুফী তত্ত্ববিদ ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা খাজা ওসমান ফারুকী।
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান রেজাউল হাবিব রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ড. খন্দকার মাজহারুল আনোয়ার (এমজেএফ)। উপস্থিত ছিলেন ভোক্তা টিভির নির্বাহি পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা ঈশিতা ইসলাম।
ঢাকা উত্তর এর শেরে বাংলা নগর থানার বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাহ জালাল সিকদার,ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সফিক রহমান,বিশিষ্ট সাংবাদিক নেতা ও সমাজসেবক মোহাম্মদ সাউকি বিপ্লব,সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু,সঞ্চালনায় ছিলেন অভিষেক উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম (লাকী)।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার গুরুত্ব, নৈতিকতা এবং সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
বিভিন্ন বিভাগ থেকে ছুটে আসা সাংবাদিকরা প্রাণের উচ্ছ্বাসে উপভোগ করেন অভিষেক অনুষ্ঠান। রাজশাহী থেকে আরিফ উদ্দিন, ময়মনসিংহ বিভাগ হতে সাংবাদিক শফিক কবীর, সাংবাদিক ফারুকুজ্জামান, সাংবাদিক হুমায়ুন কবীর ও সাংবাদিক সারওয়ার জাহান। অনুষ্ঠান শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য,সাংবাদিক প্রশিক্ষক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর কিরণ অভিষেক অনুষ্ঠানের সার্বিক খোঁজ-খবর নেন।
Leave a Reply