আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে ১৫বছর পূর্তি উৎসব পালন করেছে পাকুন্দিয়ার শিক্ষার আলো পাঠাগার কর্তৃপক্ষ

  1. ভোরের আলো বিডি ডেস্কঃ

পাকুন্দিয়ায় শিক্ষার আলো পাঠাগারের ১৫তম প্রতিষ্ঠাবার্ষীকীতে আলোচনা সভা, গান ও কবিতা উৎসবসহ নানা আয়োজনে প্রানবন্ত  কর্মসূচি পালন করা হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া শিক্ষার আলো পাঠাগারের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২পর্বে  দুই ধরণের অনুষ্ঠানের বিন্যাস করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহাগ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারি গণ- গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রেজাউল হাবিব রেজা , কিশোরগঞ্জ বেসরকারি গ্রন্থাগারের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সাদী, কবি ছড়াকার সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আঃ মোমেন ,এস এ আইডিয়াল স্কুল পরিচালক সারোয়ার আলম বরকত, পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এম সাঈদুল ইসলাম, কবি আবদুল কাদির বিএসসি, সাংবাদিক কবি আফসার আশরাফী ,সাংবাদিক জাহিদ হাসান মুক্তার ,কন্ঠ শিল্পী আব্দুল হামিদ,
জিএম মাহবুব আলমের সঞ্চালনায় শিক্ষার আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা এম এ হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের প্রথম পর্বে  উদ্দীপনা জাগানোর মতো বলিষ্ঠ বক্তব্য  প্রদান করেন গুণী অতিথিগণ এবং এ পর্বের সমাপ্তি টানেন সভাপতি আতাউর রহমান সোহাগ।
দ্বিতীয় পর্বটি  শিশু-কিশোরদের মাঝে কবিতা,গজল ও গানের প্রতিযোগিতায় প্রাণবন্ত ছিলো। উক্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন সাংবাদিক রেজাউল হাবিব রেজা। তিনিই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ২য় পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category