আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইকেএমএস পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রেজাউল হাবিব রেজা

ইলিমেন্টারি নলেজ ইন মেডিকেল সাইন্স  (ইকেএমএস) পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
 কিশোরগঞ্জ ইকে এম এস পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কার্যকরী কমিটির এক জরুরী সভা আজ ২৯ডিসেম্বর (রোববার) রাতে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন শিশু বিশেষত  ডাঃ মোঃ আব্দুল হাই।  সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি শফিকুল ইসলাম , মোঃ জালাল উদ্দিন , মোঃ ইলিয়াছ , সহ- সম্পাদক আইয়ূব আলী , সাংগঠনিক সম্পাদক কবি মীরজাহান ভূঁইয়া , কোষাধ্যক্ষ ডাঃ মোঃ হেলাল উদ্দিন , ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ , দপ্তর সম্পাদক সেলিম মাহবুব , তথ্যবিষয়ক সম্পাদক
মোঃ কামরুজ্জামান এলগিন , সম্পাদক মণ্ডলীর সদস্য মোঃ আঃ রাজ্জাক , আবু নছর , মোহন সরকার , মোঃ ওমর ফারুক ভূঞা প্রমুখ ৷ ২০২৫ সালের ফেব্রয়ারীর ৭ তারিখ সংগঠনটি বার্ষিক পূনর্মিলনীর ঘোষণা  করেন।
ইকেএমএস কিশোরগঞ্জের এক ওইতিহ্যবাহী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্রের নাম।
শুরুতে এর প্রতিষ্ঠালগ্নে সমন্বয়কের ভুমিকা পালন করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ নূরুল ইসলাম ও প্রাক্তন ছাত্র মোঃ রেজাউল হাবিব রেজা। উৎসাহ যুগিয়েছিলেন ইকেএমএস এর ডাঃ আবদুল হান্নান।  পরবর্তীতে শিশু ডা আবদুল হাই ইকেএমএস প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যুক্ত হলে তা শক্ত অবকাঠামোয় উন্নীত হয়। ২০০৭ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলে ডাঃ আঃ হাই সভাপতি ও মোঃ রেজাউল হাবিব রেজা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।  সংগটনটি ধীরে ধীরে উন্নতির িিকে এগিয়ে চলছে। এ সংগটনের প্রধান সমন্বয়ক হলেন ইকেএমএস এর স্বত্বাধিকারী  সাবেক কমিশনার মোঃ আলমগীর কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category