আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

oppo_2

জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জ্ঞান তীর্থ গ্রন্থাগারের ৬ষ্ঠবর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেজাউল হাবিব রেজা/ভোরেরআলোবিডিরিপোর্টঃ

আলোচনা,জ্ঞান প্রতিযোগীতা,পুরস্কার বিতরণী,সম্মাননা প্রদান ও বিনোদনের মাধ্যমে জ্ঞান তীর্থ গ্রন্থাগারের ৬ষ্ঠবর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

জ্ঞানতীর্থ গ্রন্থাগারের ৬ষ্ঠ বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ০৮জানুয়ারি-২০২৫(বুধবার) বত্রিশ গ্রন্থাগার সংশ্লিষ্ট জায়গায় বিকেল ৩টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাড়ে তিন ঘন্টা একটানা নানা কর্মসূচির মধ্যি দিয়ে তা সম্পন্ন হয়।
প্রতিষ্ঠাতা আলমগীর অলিক এর সার্বিক দিক-নির্দেশনায় গ্রন্থাগারের ৬ষ্ঠবার্ষিকী উদযাপিত হয়।এতে
সভাপতিত্ব করেন: ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা।
প্রধান অতিথি ছিলেন-করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়র বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শাহজাহান শাজু,
প্রধান আলোচক ছিলেন সন্দীপন সাহিত্য আড্ডার সাধারণ সম্পাদক কবি ও লেখক মো: আমিনুল ইসলাম সেলিম।

ভোরের আলোর আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক তরুন কবি হিরন আকন্দ।মাজেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অথৈতাথৈ পাঠাগারের সভাপতি শরীফা আক্তার, সহসভাপতি হারুছজ্জামান শেখ, ওয়ারেন্ট অফিসার(অব): নজরুল ইসলাম, ব্যবসায়ী মো খাইরুল ইসলাম, ব্যবসায়ী জাহের মিয়া, পারুল আক্তার, শিরিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কাটা হয়।

জ্ঞানপ্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়
পুরুরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ রাফি,
২য় হয় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ছাত্র এ বি এম রাফি,
৩য়  হয়  আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের নাসাইদ রহমতুল্লাহ।

অতিথির মধ্যে সভাপতির হাত থেকে সম্মাননা তুলে নেন প্রধান অতিথি অধ্যাপক শাহজাহান শাজু।

পাঠকদের উৎসাহ ও মনযোগ প্রবিষ্ট করতে জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক প্রতিবছর পাঠকদের মাঝে সেরা পড়ুয়াকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

তাছাড়া নির্মল বিনোদনের জন্য  সংগীত পরিবেশন করেন রাখাল চন্দ্র সরকার ও বাউল শিল্পী কবির সরকার। প্রতিযোগিদের মধ্যে জবা খানম মজার কৌতুক উপস্থাপন করেন। আঞ্চলিক শব্দ দিয়েও ছাত্রদের মাঝে হাস্যরসের আনন্দে বিভোর হয় কেউ কেউ।
অনুষ্ঠান শেষে সভাপতির মাধ্যমে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category