আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

ভোরের আলো বিডি ডেস্কঃ

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পোস্টের চিফ রিপোর্টার শওকত আলী খান লিথো।

নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর কিরণ।
শনিবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মো. এমদাদুল হক। এসময় অপর দুই নির্বাচন কমিশনার নীলুফার ইয়াসমিন ও মো. শোয়াইব উপস্থিত ছিলেন।

নির্বাচনে সহসভাপতি পদে ফয়েজ উল্লেখ ভূইয়া ( ডিবিসি নিউজ) যুগ্ম সম্পাদক পদে মিজানুর রহমান (যায় যায় দিন), কোষাধ্যক্ষ পদে শাহজাহান মোল্লা (আমাদের সময়), দপ্তর সম্পাদক পদে নাজমুল ইসলাম তানিম আহমেদ (আজকের পত্রিকা) নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), মশিউর রহমান (বাংলা গেজেট ডট নেট), মনিরুল ইসলাম (আমাদের নতুন সময়) ও হাবিবুর রহমান পঞ্চায়েত (ইনকিলাব)। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category