আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুল চিকিৎসায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু

ভোরের আলো বিডি ডেস্কঃ

মৃত্যু মানুষের অবধারিত।  কিন্তু যে মৃত্যু অনাকাঙখিত তা কেউ মানতে চায়না। এরকম মানতে না পারার দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে। চিকিৎসা করতে গিয়ে চিকিৎসক যখন ঘাতকের ভুমিকায় থাকে তখন এটা মেনে নেয়া তো প্রশ্নি ওঠেনা।  এ মৃত্যুর ঘটনায় জন্ম নেয় দ্রোহ,ক্ষোভ আর প্রতিবাদ।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় দু’জন রোগীর এমন অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে কর্তব্যরত এক নার্সকে। হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানিয়েছেন।

 ঘটনার বিবরণে জানা যায়, হার্নিয়ার চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে যিনি  একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। নাম মনিরুজ্জামান মল্লিক (৩২)। আরেকজন হলেন পেটে ব্যথাজনিত কারণে এই হাসাপাতালে চিকিৎসা নিতে আসা রোগী। যিনি  গত ১২ জানুয়ারি ভর্তি হয়েছিলেন নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে জহিরুল (২২)। কথা ছিল আজ (বুধবার) সকালে দুজনেরই অপারেশন হওয়ার।সকালে চলছিলো অপারেশনের প্রস্তুতি।অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭ টার দিকে সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডের সীটেই দুজনকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার ৫ থেকে ১০মিনিটের মধ্যেই দুজন রোগী ছটপট করতে করতে মৃত্যুবরণ করেন।

সাথে আসা রোগীর স্বজনরা জানান, “নর কিউ” নামক অ্যানেসথেশিয়ার ইনজেকশনটি অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল, সেটি আগেই ভুল করে ওয়ার্ডের সীটেই পুশ করেন নার্স এই নার্স। এতেই ঘটে বিপত্তি। মৃত্যু হয় দু’জন তরতাজা যুবকের।

তাদের মৃত্যুর খবরে আত্মীয় স্বজনরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে বিক্ষোভও করেন। তারা সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দু’জনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির বিষয়ে তিনি নিজেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে আশ্বস্থ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category