আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনামঃ প্রশিক্ষণ ও প্রশাসন

শিক্ষাই প্রশিক্ষণ দক্ষতা বাড়াতে

দক্ষরাই সক্ষম দুনিয়াটা নাড়াতে।

লক্ষ্য ও উদ্দেশ্য  স্থির করে চলে যে মন,

তাকে বলে “সিসাঢালা” প্রাচীর প্রশাসন।

চৌকষ সেনানীর দক্ষতায় বাড়ে মনোবল,

শিক্ষা ও শিক্ষণ ব্যতিরেকে সবি যে অচল।

নানা পদে থেকে যদি সুশৃঙ্খল বিধিতে চলে,

লকব আর বিশেষণে তাকে শক্ত প্রশাসন বলে।

মার্চ করে চলি যারা, একতালে রাখি পা,

হাত নাড়ে ছন্দে শিক্ষারই বলিয়ানে তা।

সেই জাতি সেই দল লক্ষ্যে তো পৌঁছবেই,

মন তার টলে নাকো ভয়-ভীতি গুজবেই।

পণ আর প্রতিজ্ঞায়, হয় যত দেখি ফল,

আস্বাদনে তা সুমিষ্ট হয়, হয় যে নির্মল।

প্রশিক্ষণে তা হতে পারে দক্ষতার বিচারে,

গড়া যায় প্রতিষ্ঠান,লেখা যায় তা সুরম্য ফিচারে।

শক্ত কাঠামোতে তাই আমরা লৌহ সেনা,

প্রশিক্ষণ ও প্রশাসনে অতীত থেকেই চেনা।

বায়ান্ন আর একাত্তরের রণভূমে তাই,

দেখিয়েছি সফলতা জুড়ি যার নাই ।

অটুট মনটায় চব্বিশ ঘন্টায়, মোরা নির্ভীক  বীর,

সদা থাকি প্রস্তুত, ফুলিয়ে বুক, উঁচু রাখি শির।

প্রশিক্ষণ আর প্রশাসন, মিলে হয় ইমারত,

চারদিকে তবে বিজয়ের পতাকা উড়ে পত পত।

চিত্তটা নিত্য,দেশপ্রেমে সিক্ত,থাকে হুঁশিয়ার,

টগবগে রক্ত,সাহসে অনুরক্ত,রণযানে দূর্বার।

প্রশিক্ষণে সুদক্ষ,প্রশাসনে পরিপক্ষ হয় প্রতিষ্ঠান,

সেই দেশ, সেই জাতির রহে সদা উর্ধ্বস্থান।

শিক্ষা ও দীক্ষায় হয়, মানে গুণে বলিষ্ঠ সংঘ,

সেনাকুঞ্জের মতো যেখানে দেখি,সবি সত্যের তরঙ্গ !!

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category