ডেস্ক রিপোর্ট:
ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে করিমগঞ্জ উপজেলা বিএনপি।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সভাপতি আজিজুল ইসলাম দুলাল বলেন, ‘করিমগঞ্জ উপজেলা বিএনপি’, ‘ওসমান ফারুক সমর্থক গোষ্ঠী’, ‘করিমগঞ্জ উপজেলা ছাত্রদল’ নামের আইডি থেকে কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে তার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে একটি চক্র। তিনি করিমগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাল্পনিক, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ইতোমধ্যে এ বিষয়ে করিমগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু মন্তব্য করে বলেন, কুচক্রি মহল জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ফেইসবুকে বিষোদগার করে ভাবমূর্তি নষ্ট করার জন্য অপ্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি দ্রুত সময়ে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে করিমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় নিয়ে কুচক্রী মহলটির মুখোশ উন্মোচন ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা ছাত্রদল নেতা সালমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু হানিফ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Leave a Reply