আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ায় ইসলামী আন্দোলনের মানববন্ধন।

ডেস্ক রিপোর্ট:ভিজিএফ চাল বিতরণে অনিয়ম,সাংবাদিক ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে করিমগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাও. প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, করিমগঞ্জ উপজেলার সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, সেক্রেটারি মো. হাবিবুল্লাহ হাবিব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম মিছবাহ ও আনন্দ টিভি’র প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।

উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি. উবায়দুল হক, সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ আমীন সমাবেশে উপস্থিত ছিলেন।

সোমবার (২৬ মে) নোয়াবাদ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণকালে সংবাদকর্মী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ওজন যাচাই করেন। ১০ কেজির কম দেয়ায় চেয়ারম্যান মোস্তফা কামালের সমর্থকদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে চেয়ারম্যানের লোকজন তাদের লাঠিসোঁটা নিয়ে হামলা করে। হামলায় উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মো. হাবিবুল্লাহ হাবিব ও সাংবাদিক আজহারুল ইসলাম চুন্নু আহত হন।

ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ইউনিয়ন পরিষদের ভেতরে ছিলেন। ভিজিএফের চাল সঠিকভাবে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে বলে দাবি তাঁর।তাছাড়া মারপিটের কোনো ঘটনা তাঁর জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category