গতকাল ১৫ আগষ্ট (শুক্রবার) সকাল ৯ টায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ন ডেন্টাল চেম্বারে কবিতা, ছড়া, গান, আলোচনা ও মোনাজাতের মধ্যি দিয়ে ভোরের আলো সাহিত্য আসরের ১২৬৪ তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার ও কবি বিমল চন্দ্র ভৌমিক।
ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত সদস্য কবি সাদেকুজ্জামান সোহাগ এর সঞ্চালনায় সভাটি ২ঘন্টাব্যাপি চলমান থাকে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক ও ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা, কবি ও সাহিত্যিক মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট তথ্য সংগ্রাহক আমিনুল হক সাদী ওরফে ( আমিন সাদী)। নারী অংশের সভানেত্রী কবি ও গীতিকার সুবর্না দেবনাথ,জেগে ওঠো নরসুন্দা সংগঠনের একনিষ্ঠ সাহিত্য কর্মী ও ভোরের আলো সাহিত্য আসরের সূচনা লগ্নের সদস্য, কবি ও ছড়াকার,সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, ভোরের আলো সাহিত্য আসরের সাংস্কৃতিক সম্পাদক কন্ঠশিল্পী মাজহারুল ইসলাম, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো: আলমগীর অলিক, ভোরের আলো সাহিত্য আসর এর আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কবি ও ছড়াকার হীরন আকন্দ, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা মো: হারুনুর রশিদ, ভোরের আলোর পুরাতন সদস্য মোঃ আকরাম হোসাইন, বিশিষ্ট শিল্পী এসকে রাজু, প্রতিবাদী ছড়াকার ও কবি মলং আলীমুর রাজী রাজীব, ভোরের আলো সাহিত্য আসরের নিষ্ঠাবান সাহিত্যকর্মী, বিপ্লবী তরুণ ও বাউল শিল্পী কবির সরকার, বিশিষ্ট কবি,সাহিত্যিক, ও আলোচক মাওলানা মাহদী হাসান, মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান ও নবাগত অতিথি মোখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবীব রেজা‘র সুস্থতার জন্য দু’আ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক সাদী ।
অনুষ্ঠানের সভাপতি বিমল চন্দ্র ভৌমিক সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply