আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোরের আলো সাহিত্য আসরের ১২৬৫তম সভা অনুষ্ঠিত। সভাশেষে অসুস্থ রেজাকে দেখতে বাসায় গমন।

ভোরের আলো বিডি ডেস্কঃ

কবিতা পাঠ,সঙ্গীত পরিবেশন ও নানাবিধ বিষয়ের আলোচনার মধ্যি দিয়ে ভোরের আলো সাহিত্য আসরের ১২৬৫ তম আড্ডা সম্পন্ন হয়েছে।

আজ ২২আগস্ট (শুক্রবার)  সকাল ৯টার সময় কিশোরগঞ্জ শহরের মডেল থানা মার্কেটস্থ মডার্ন ডেন্টালে ২ঘন্টাব্যাপী এই ভোরের আলোর সাহিত্য আড্ডাটি চলমান থাকে।

এতে সভাপতিত্ব করেন সাহিত্য সংগঠনের সহসভাপতি সোনালী ব্যাংকের বিশিষ্ট ব্যাংকার,কবি ও চিন্তক বিমল চন্দ্র ভৌমিক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত সদস্য, কবি,ছড়াকার ও কথাশিল্পী মোঃ সাদেকুজ্জামান সোহাগ।  প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক, বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা কবি ও সাহিত্যিক মোঃ নিজাম উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা বিআরডিবির উপপরিচালক, বিশিষ্ট ছড়াকার মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে কবিতা,গান ও আলোচনায় ভুমিকা রাখেন যথাক্রমে কবি বিমল চন্দ্র ভৌমিক, কবি ও কথাশিল্পী হিরন আকন্দ, বিশিষ্ট কবি, ছড়াকার ও চিন্তক মলং আলীমুর রাজী  (রাজীব),শিল্পী মোঃ মাজাহারুল ইসলাম, শিল্পী ও গীতিকার মো: কবির হোসেন ও ভোরের আলো সাহিত্য আসরের যুগ্ম সম্পাদক মো: শাহীন মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার শারীরিক খোঁজ-খবর নেয়ার লক্ষে একযোগে আসরের নেতৃবৃন্দ হয়বতনগর এলাকায় বসবাসরত ঠিকানায় গমন করেন এবং বিভিন্নভাবে তাকে উৎসাহ প্রদান করে মনে সাহস রাখার পরামর্শ দেন। জটিল মূহুর্তে যেন নিঃসঙ্কুচে সমস্যার কথা ভোরের আলোর দায়িত্বশীলদেরকে অবগত করা হয়, সবাই এ তাগিদ প্রদান করেন। সবশেষে সভাপতি বিমল চন্দ্র ভৌমিক দুই পর্বের দীর্ঘ সময় দেয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category