আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের কক্ষ থেকে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার

ভোরের আলো বিডি ডেস্কঃ

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের কক্ষ থেকে হাত বাঁধা অবস্থায় নাহিদ খান ওরফে অভি (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।

গতকাল  ২১আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেশন রোডের হোটেল গোল্ডেন পার্ক নামের একটি আবাসিক হোটেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অভির লাশ পাওয়া যায়। তবে গামছা দিয়ে দুই হাত বাঁধা অবস্থায় লাশ পাওয়া নিয়ে অভির স্বজনদের সন্দেহের সৃষ্টি হয়েছে।

নাহিদ খান ওরফে অভি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকার আবদুল হক খানের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category