ডেস্ক রিপোর্ট: আমি বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাসে আমি আমার সন্তানদের নিয়ে বেঁচে থাকতে চাই,’ পরিবারের জন্য নিজেকে বাঁচিয়ে রাখতে এমনটাই আকুতি জানিয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাওয়া কাঞ্চন মিয়া। আর্থিক সচ্ছলতা না থাকার কারণে হার্টে ছিদ্রের চিকিৎসাও করাতে ব্যর্থ কিশোরগঞ্জ সদরের চংশোলাকিয়া এলাকার হতদরিদ্র রিকশাচালক কাঞ্চন।
বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খালেকুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ খানিকটা বড় হয়ে গেছে কাঞ্চনের হার্টের ছিদ্র এবং ক্ষতের আবরণ তুলনামূলকভাবে পাতলা। এমতাবস্থায় কাঞ্চনের বেঁচে থাকতে হলে ওপেন হার্ট সার্জারি বাধ্যতামূলক হয়ে পড়েছে।
ওপেন হার্ট সার্জারির জন্য কাঞ্চনের অন্তত সাড়ে ৩ লাখ টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। এমন অবস্থায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানিয়েছে কাঞ্চন মিয়া।
ওপেন হার্ট সার্জারির জন্য কাঞ্চনের অন্তত সাড়ে ৩ লাখ টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। এমন অবস্থায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানিয়েছে কাঞ্চন মিয়া।
কাঞ্চন মিয়াকে সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর ০১৯২৪-৪২৪৩৯৭।সঞ্চয়ী হিসাব নং:০৭৩১১২০০৩৭৫০১,আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড,খিলক্ষেত শাখা, ঢাকা।
Leave a Reply