আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ণিল আয়োজনে আলমগীর সিটির ব্যবস্থাপক’র ৫০তম জন্মবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জে আলমগীর সিটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম শিপলুর অর্ধশত বছরের জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় শহরের আলমগীর সিটির কনভেনশন হলে বর্ণিল আয়োজনে  এই জন্মবার্ষিকী পালিত হয়।

৫০তম জন্মানুষ্ঠান কেক কেটে সূচনা হয় এবং কয়েক হাজার নানা শ্রেণিপেশার মানুষ উদ্বেল আনন্দে তা উপভোগ করে।

সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক,সাংবাদিক,আইনবিদসহ কিশোরগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার আলোকিত মানুষ জন এতে অংশ নেয়।

বিশেষ করে উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা শফিউল আলম এ জন্মদিনে আলমগীর সিটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম শিপলুকে পুষ্পিত করেন। এসময় তাতে যুক্ত হন বিএনএ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল মিয়া, নান্দাইল উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এটিএম মুস্তফা, শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক হাজী মোঃ আবু সাঈদ প্রমুখ।এছাড়াও বিভিন্ন মহলের শুভাকাঙ্ক্ষীরা তাকে পুষ্পিত করেন।অনুষ্ঠানে সুশৃঙ্খল আপ্যায়ন ও সাংস্কৃতিক সন্ধ্যা সবার দৃষ্টি কাড়ে।

 

মাঝে মাঝে আতশবাজীর ঝলকানিতে আকাশ আলোক উজ্জ্বল হয়ে ওঠে। সরব উৎসবের আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় আলমগীর সিটির চারপাশ ঘিরে। পরিণত হয় এক পরম মিলন মেলায়। দীর্ঘ দিনের না দেখা ও অনুভবের মানুষগুলোর সাক্ষাৎ মেলে এ অনুষ্ঠান সুবাদে। অনুষ্ঠান শেষে স্ব স্ব বাসায় ফেরার সময় যেন পেছন থেকে কে যেন হাতছানি দিয়ে ডেকে বলছে,”আগামীতে আবার এসো আলমগীর সিটিতে এমন আয়োজনের মহা উচ্ছ্বাসের প্রাণবন্ত কলরবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category