ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের বহুল আলোচিত ভোরের আলো সাহিত্য আসরের ১২৭৫তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল চেম্বারে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি ‘অথচ এবং ইত্যাদি’ বইয়ের লেখক ব্যাংকার (অবঃ) মোঃ মোতাহের হোসেন।কোরআন তেলাওয়াত, হামদ-নাত,কবিতা আবৃত্তি, ছড়া,সঙ্গীত,কৌতুক,ধাঁধাঁ ও দু’আ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোরের আলো সাহিত্য আসরের এ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: রুহুল আমিন।তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি, ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, শিল্পী এসকে রাজু, বাউল শিল্পী মোঃ কবির হোসেন সরকার, শিক্ষক মো: আকরাম হোসাইন, কবি মোখলেছুর রহমান আকন্দ, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক, আবৃত্তিকার মো: আবদুল্লাহ, ইভা হোসেন জবা ও নারী পক্ষের সভানেত্রী সুবর্ণা দেবনাথ।
অনুষ্ঠান শেষে ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ নিজাম উদ্দিন মহোদয়ের সুস্থতা, ভোরের আলো সাহিত্য আসরের নারী পক্ষের সাধারণ সম্পাদক মির্জা মাহবুবা বেগ মৌসুমী ও শিল্পী মাজহারুল ইসলামের রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত সদস্য আকলিমা আক্তার তার স্ব-উদ্যোগে ভোরের আলো সাহিত্য আসরের সদস্যসহ মোট ৪০জনের অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য তার নিজ বাসায় দু’আর এন্তেজাম করবেন বলে সাহিত্য আসরকে অবগত করেন।
এরপর সভাপতি মোতাহের হোসেন সভার সমাপ্তি ঘোষণা করেন। সাহিত্য আসরের সঞ্চালনায় ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা
Leave a Reply