স্বরচিত
মেঘের ফাঁকে রোদের উঁকি
খেঁক শিয়ালের বিয়ে
বাঘ-ভাল্লুক বরযাত্রী
ভোজন আমিষ দিয়ে।
বাড়ির পিছে ঝাউ গাছটায়
ডাকছে কাকে কা কা
তাড়াস না কেন আসবে বিপদ
বলছে আমায় কাকা।
ব্যাঙের ছাতা রূপক কথা
রূপক হাট্টিমাটিম টিম
খুকি বলে দাওনা বাবা
এনে ঘোড়ার ডিম।
Leave a Reply