আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংঘাতময় বিশ্ব/মোঃ জিয়াউর রহমান

সাহিত্য (স্বরচিত কবিতা)

ছুটছে গাড়ি রূপক বাড়ি
ইকটুখানি থামে
এইনা দেখা হৃদয়পুর
ক্ষাণিক পরেই ঘামে।

পানির মাঝে জলের আকাল
হাওয়ার ঘাটেই বায়ু
জমিদারের জমির অভাব
ফুরায় যখন আয়ু ।

মরছে কেহ অকাল মরণ
কেউবা অপঘাতে
বাঁচলে গাজি মরলে শহীদ
যুগের অনুপাতে ।

সভ্য জাতেই সভ্য নিখোঁজ
নাইরে মানবতা
ছুটছে বুলেট পড়ছে মারা
বিশ্ব চাতুরতা।

অভাব- স্বভাব দৈন্য দশা
নষ্ট ভুবন ঘর
আনছে ডেকে জগত বুকে
অস্ত্র খেলাঘর ।

২ responses to “সংঘাতময় বিশ্ব/মোঃ জিয়াউর রহমান”

  1. মুহাম্মাদ শামীম রেজা says:

    বাহ!
    বড়ই সৌন্দর্য।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category