ছুটছে গাড়ি রূপক বাড়ি
ইকটুখানি থামে
এইনা দেখা হৃদয়পুর
ক্ষাণিক পরেই ঘামে।
পানির মাঝে জলের আকাল
হাওয়ার ঘাটেই বায়ু
জমিদারের জমির অভাব
ফুরায় যখন আয়ু ।
মরছে কেহ অকাল মরণ
কেউবা অপঘাতে
বাঁচলে গাজি মরলে শহীদ
যুগের অনুপাতে ।
সভ্য জাতেই সভ্য নিখোঁজ
নাইরে মানবতা
ছুটছে বুলেট পড়ছে মারা
বিশ্ব চাতুরতা।
অভাব- স্বভাব দৈন্য দশা
নষ্ট ভুবন ঘর
আনছে ডেকে জগত বুকে
অস্ত্র খেলাঘর ।
বাহ!
বড়ই সৌন্দর্য।।।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা