আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফোসকা পড়া দাম/মোঃ জিয়াউর রহমান

সাহিত্য পাতা Md Ziaur Rahman /স্বরচিত কবিতা

 

গো মাংসে বেজায় গরম
ফোসকা পড়া তাপ
কেজি খানেক কিনতে গেলে
“আগুন” বাপরে বাপ ।

মাছ-মোরগেও চাঁদের মত
ছুঁয়া কঠিন কাজ
শাক সবজি একই তালে
করছে দামের রাজ ।

কনের বাবা ভাবছে বসে
আসছে নুতন জামাই
কেমনে হবে কুটুম সেবা
বাড়ছে না তো কামাই !

দশ-বারো জন মেহমানে
হাজার সাতেক হয় না
স্বল্প আয়ের মানুষ গুলো
লাজে কথা কয়না।

খাবার খরচ সামাল এখন
নয়রে খুবই সোজা
তার চাইতে পানতা খেয়ে
রাখতে পারি রোজা !

রাঁধা তেমন হয়নি ভালো
জোগান ছিলো অল্প
বাঙালির রীতি এমন প্রীতি
স্বজন বিদায়ী গল্প ।

এই সমাদর করে যদি__
কষ্ট বলে তারে
জীবন ভরে বইতে রাজি
সইবো বারে বারে !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category