সাহিত্য/স্বরচিত কবিতা
মোঃ জিয়াউর রহমান
মে দিবস
শ্রম জীবির শ্রমের দ্বারা
সভ্য নামের সমাজ গড়া
যেথায় বসত করি,
তাদের ছাড়া সবাই অচল
যতই পেখম ধরি ।
অট্টালিকার কতই বাহার
ভিন্ন জাতের যতো আহার
সব রূপকার শ্রমিক,
যার উপরে ভর করিয়া
আজ সুফলা প্রেমিক।
মে দিবসের পালন তরে
একটি দিন উপোস পরে
কাজ থাকে বন্ধ,
স্বল্প আয়ের মানুষ গুলো
আবেগ মোহে অন্ধ ।
তার চাইতে হতে পারে
কিছু টাকা বকশিশ ধরে
মে দিবসের নামে,
অচল নগর সচল হবে
শ্রম আইনের খামে !
Leave a Reply