সাহিত্য কলাম/স্বরচিত কবিতা
কবি যারা অধিক তারা
যেমন রাতের রানী !
রাতের রানী মধু জানি
কেমন আপন লাগে
দিনের বেলায় খারপ মেয়ে
নষ্টা জাতের ভাগে।
ঠিক তেমনি কবির লেখায়
লুকিয়ে মজা লুটে
সমাজ বলে অজাত দলে
কবি’রা সঙের ভোটে।
ঠিক যেমনি গোবর দেখে
সবাই ছি-ছি করে
যার গুণেতে ফসল পেলে
লোভের লালা ঝরে।
গোবর আপন কাজের বেলায়
রাতের রানী যৌন খেলায়
কবি কাদের দলে
কাজ ফুরালে যাদের পাজি বলে !
বলতে পারো,যারা রাতের রানীর রাজা
দিনের বেলায় সাধুর ঢঙে সাজা
ওদের জাতটা কি !
সাধুর ছবি প্রকাশ হলে
কজন সন্ন্যাসী !
Leave a Reply