আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতির উন্নয়ন /মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত কবিতা

আমি খারাপ পণ্য দিলে
সে ও ভেজাল দিবে
দেয়া-নেয়ার এমন চক্রে
ধ্বংস হয়ে যাবে।

ঠিক তেমনি ভালো করার
বাসনা যদি হয়
সবাই হই পরের তরে
দেশটির হবে জয় ।

মন্দ দিয়ে ভাবছো বসে
লাভ হলোরে বেশ
সেই ভেজালেই চক্রাকারে
করছে তোমায় শেষ।

এমন করেই সকল ঘাটে
চলছে গ্রহণ খেলা
সেই পাপেরই ফসল গিলি
কাটতে চায়না বেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category