সাহিত্য/স্বরচিত কবিতা
আমি খারাপ পণ্য দিলে
সে ও ভেজাল দিবে
দেয়া-নেয়ার এমন চক্রে
ধ্বংস হয়ে যাবে।
ঠিক তেমনি ভালো করার
বাসনা যদি হয়
সবাই হই পরের তরে
দেশটির হবে জয় ।
মন্দ দিয়ে ভাবছো বসে
লাভ হলোরে বেশ
সেই ভেজালেই চক্রাকারে
করছে তোমায় শেষ।
এমন করেই সকল ঘাটে
চলছে গ্রহণ খেলা
সেই পাপেরই ফসল গিলি
কাটতে চায়না বেলা।
Leave a Reply