সাহিত্য/স্বরচিত কবিতা
গ্রামখানি ছিলো সেই ছবির মত
আকাবাঁকা পথ জুড়ে স্মৃতিজমা শত।
সবুজের বুক চিরে রকমারি ফুল
মৌমাছি মধুপানে হইতো ব্যাকুল।
পশু-পাখি কলরবে থেকে থেকে হাঁক
প্রভাত প্রচার বুঝি মোরগের ডাক।
গোলা ভরা ধান আর গোয়ালেতে গরু
মাঠভরা ফসলেতে নদী জলে পুরো।
সারি সারি মাচা করা সবুজের ঘাট
সরষে ফুল বুঝি গগনের হাট।
পাখিদল মাচাতল পোকা ধরে খায়
কৃষকেরা যেন তার কাজে দাম পায়।
Leave a Reply