আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্মৃতির গ্রাম /মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত কবিতা

 

গ্রামখানি ছিলো সেই ছবির মত
আকাবাঁকা পথ জুড়ে স্মৃতিজমা শত।

সবুজের বুক চিরে রকমারি ফুল
মৌমাছি মধুপানে হইতো ব্যাকুল।

পশু-পাখি কলরবে থেকে থেকে হাঁক
প্রভাত প্রচার বুঝি মোরগের ডাক।

গোলা ভরা ধান আর গোয়ালেতে গরু
মাঠভরা ফসলেতে নদী জলে পুরো।

সারি সারি মাচা করা সবুজের ঘাট
সরষে ফুল বুঝি গগনের হাট।

পাখিদল মাচাতল পোকা ধরে খায়
কৃষকেরা যেন তার কাজে দাম পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category