আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জীবন যখন পণ্য/মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত কবিতা

মোরা হইলাম কৃষক-জেলে
কামার-কুমার জাতি
এসির স্বপন কেমনে দেখি
থাকেনা কারেন্ট-বাতি।
বাহিরে বসে রাত্র জাগি
বিদ্যুৎ আসবে বলে
যদিও আসে হঠাৎ করে
তামশা করার ছলে।
ভয় পেওনা ভরসা রেখো
এই বলিয়া ছুটে
স্বল্প আয়ের জাতি গুলো
পণ্য হয়ে ফোটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category