স্বরচিত কবিতা
ছুটির ঘন্টা
টংটং টং বাজতো যখন
ছুটির শেষ ঘন্টা
খুশির চোটে পাগল হতো
শিশু সুলভ মনটা।
পাঠ্যবাড়ি বন্দিশালার
মুক্ত হতো দ্বার
ঘরে ফেরার বাসনাটা
জাগতো তেজীষাঁড়।
হুড়োহুড়ি ঠেলাঠেলি
বাড়ি ফিরে চলা
গল্পে মেতে সহপাঠীরা
বানিয়ে কথা বলা।
ফেলে আসা অতীত গুলো
বাজায় দুখের বীণ
আবার যদি দিতো আমায়
একটি জীবন ঋণ।
Leave a Reply